ছাতকে মাদরাসা শিক্ষা কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক মতো বিনিময় সভা অনুষ্টিত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে ‘মাদরাাসা শিক্ষার উন্নয়ন ও করোনাকালে শিক্ষা কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক মতো বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ছাতক জালালিয়া ফাজিল মাদরাসায় এ সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও কালারুকা লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক জালালিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ,গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ.টি.এম আব্দুস সালাম। জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন,অনলাইন ক্লাস চালু রাখা, শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করণসহ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও আপাতত ২০ নম্বরের মূল্যায়ণ টেস্ট নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।এ সময় উপজেলার সকল মাদরাসা প্রধানগণ উপস্থিত ছিলেন।