ছাতকে রেলওয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের ছাতকে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে অর্ধশতাধিক স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। অভিযানে রেলওয়ের ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা কাঁচাঘরের দোকানপাট ও কয়েকটি বসতঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়।১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছাতকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে, রেলওয়ের বাসা-বাড়ি দখল করে অবৈধ অবস্থানকারী প্রায় ২০/২৫টি পরিবারকেও এ সময় উচ্ছেদ করে বাসায় তালা ঝুলিয়ে বাসাগুলো সিলগালা করে দেয়া হয়েছে। ওই বাসাগুলো রেলওয়ের পরিত্যক্ত বাসা বলে জানা গেছে।অভিযানের নেতৃত্বে ছিলেন ছাতকের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসলাম উদ্দিন এবং রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মো.শফি উল্লাহ, সহকারী বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা (এডিইও) আতিকুর রহমান।অভিযানে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) আরিফ আহমদ, ছাতক রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী জুবায়ের আহমদ সরকার, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন, রেলওয়ের কানুনগো রুহুল আমিন, সার্ভেয়ার দ্বীপক মল্লিক, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিআই এনায়েত উল্লা, ছাতক রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মাহবুবুর আলমসহ বিপুলসংখ্যক রেলওয়ে পুলিশ, থানা পুলিশ এবং রেলওয়ে বিভাগ, ভুমি অফিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।ছাতক-সিলেট রেলপথ সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন, অভিযানে উপস্থিত রেলওয়ের কর্মকর্তারা।

You might also like