ছাতক-দোয়ারায় ৯ দিনে আড়াই কোটি টাকার পন্য জব্দঃ গ্রেফতার ১৫

সত্যবাণী

সিলেট অফিসঃ সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার থানায় ২৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ৯দিনে পৃথক অভিযানে ১০৭টি গরু, ৩৯টি মহিষ, ৩৬ বস্তা চিনি জব্দসহ ১৫ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দেয়া তথ্যমতে ছাতক থেকে সংবাদদাতা জানান,, জব্দকৃত পণ্যসমূহ ভারত থেকে অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। জব্দকৃত পণ্য সমূহের আনুমানিক বাজার মূল্যে প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা। এছাড়াও জব্দ তালিকায় রয়েছে চোরাচালানকৃত পণ্যসমূহ পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা, ১টি বড় ট্রাক ও ১টি পিকআপ ভ্যান যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬ লাখ টাকা।

এ ব্যাপারে ছাতক সার্কেলের এএসপি রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, ৯দিনে পৃথক এসব অভিযানে চিনি, গরু, মহিষসহ ১৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়াও কিছু চোরাকারবারির নাম প্রকাশ্যে এসেছে। সেসব চোরাকারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।

পুলিশ জানায়, গত ৯দিনে গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের পুত্র মো. রায়হান আলী ফয়সাল(২৬), সিলেটের বিশ্বনাথ উপজেলার সাহেবনগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইরাজ উদ্দিন(১৯), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল(২২) ও একই গ্রামের হাজী কামাল উদ্দিনের ২ ছেলে মো. সুলেমান আজিদ(২৩), সালমান আহমদ(২০), দোয়ারাবাজার উপজেলার পালইছড়া গ্রামের রুছমত আলীর পুত্র আব্দুর রহমান(৫৫), দোয়ারাবাজার উপজেলার পানাইল (নতুনপাড়া) গ্রামের পিতা-মৃত মখলিছ আলীর পুত্র মোঃ আলা উদ্দিন আলাল(৩০), মৃত আব্দুল মন্নাফের পুত্র মোঃ জামাল মিয়া জালাল(৫০), মোঃ ছোয়াব আলীর পুত্র মোঃ বাবুল হোসেন(২৮), দোয়ারাবাজার উপজেলার ভবানীপুর (জাঙ্গলাপাড়া) গ্রামের শরিয়ত আলীর পুত্র আব্দুল বাছির মিয়া(৩৮), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চানপুর (আবরহাটি) গ্রামের মোঃ আমীর হোসেনের পুত্র মোঃ রাদেন মিয়া(২২), দোয়ারাবাজার উপজেলার আন্ধাইরগাঁও গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র আব্দুল কাদির(২৭), একই উপজেলার বাঘাহানা গ্রামের মোঃ করিম খানের পুত্র বাচ্চু খান(৪৫), মৃত লোকমান শেখের পুত্র মোঃ আফসর উদ্দিন(৫০) ও উপজেলার ধর্মপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র রফিকুল ইসলাম(৫২)। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

You might also like