ছাতক নৌ-পুলিশের বিরুদ্ধে অপপ্রচার: ভুয়া অনলাইন টিভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-পুলিশ সুপার শম্পা ইয়াসমীন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে বালু ও পাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজি, অবৈধ ড্রেজার শ্যালো মেশিন দিয়ে নদীর তলদেশ থেকে বালু ও পাথর উত্তোলন, ডাকাতি, মাদক পরিবহন ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় ছাতক নৌ পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।২০২১ সালের ৫ জুলাই ছাতক, দোয়ারাবাজার, কোম্পানীগঞ্জ এর কয়েকজন বালুখেকোর সংঘবদ্ধ চক্র ইজারাদারের নেতৃতে নৌ-পুলিশের উপর অতর্কিত হামলা করা হয়। এতে ছাতক নৌ-পুলিশ ওসিসহ ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এমনকি আহত অবস্থায় পুলিশ সদস্যদের সুরমা নদীতে ফেলে দেয় হামলাকারীরা। এ ঘটনায় সেই সময়ে ছাতক নৌ-পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়।

জানা যায়, নৌ পুলিশ এর উপর হামলাকারিদের বিরুদ্ধে সেই মামলায় অভিযোগ পত্রের চার্জশীট সম্প্রতি সুনামগঞ্জ আদালতে দাখিল করা হয়েছে। এ পর থেকে একটি চক্র নৌ-পুলিশ এর বিরুদ্ধে নানা অপপ্রচারের লিপ্ত রয়েছে। এসব ভুয়া সংবাদ ও অপপ্রচারের ঘটনায় ভুয়া অনলাইন টিভির বিরুদ্ধে সাধারন ডায়েরী (জিডি) এন্ট্রি করেছে ছাতক নৌ-পুলিশ। গত সোমবার বিকালে ছাতক নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ আনোয়ার হোসেন ভুয়া অনলাইন টিভির বিরুদ্ধে জিডি এন্ট্রি করা হয়।এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নৌ-পুলিশের ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি বিশেষ মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।এ বিষয়ে নৌ-পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন অভিযোগ পত্রের চার্জশীট সুনামগঞ্জ আদালতে দাখিল করার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে চাঁদাবাজির ঘটনায় কঠোর অবস্থান নেওয়ায় নৌ পুলিশ এর উপর হামলা করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিলের পরএ কটি অসাধু চক্র নৌ-পুলিশ এর বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে।এসব ভুয়া অনরাইন টিভি চিহিৃত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

You might also like