জগন্নাথপুরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাঁক গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা ৯ ঘণ্টার অভিযানে ওই বাড়িটি ঘেরাও করে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, জগন্নাথপুর থানার এসআই নুরে আলম সিদ্দিক একটি মামলার সমন দিতে গিয়ে শুক্রবার আফজাল হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার দেখতে পান। এ বিষয়ে সন্দেহ হলে জগন্নাথপুর থানা পুলিশ বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ,কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ডিএমপি ঢাকা, এন্টি টেররিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম রোববার সকাল থেকে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানান, আশারকান্দি ইউনিয়নের দিঘলবাঁক আটঘর গ্রামের আফজাল হোসেনের বিরুদ্ধে একটি মামলার সমন নিয়ে শুক্রবার জগন্নাথপুর থানা পুলিশ তার বাড়িতে গেলে আফজল হোসেন পুলিশের সাথে দুর্ব্যবহার করে। পুলিশ তার ঘরে ঢুকতে চাইলে আফজল বাধা দেন। এ সময় পুলিশ বাড়িতে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও সাদা পাউডার সার্কিট দেখতে পায়। এতে সন্দেহ হলে রোববার আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে। আফজাল পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।আফজালের প্রতিবেশী চাচাতো ভাই শাওন আহমেদ জানান, আফজাল এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। একবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। তার অত্যাচারে এলাকার লোকজন অতীষ্ঠ। সে কিশোর ছেলেদের নিয়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নানা যন্ত্র তৈরি করে লোকজনকে ভয় দেখাতো। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হলেও সে গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী আতঙ্কিত।সুনামগঞ্জের জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর জানান, আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

You might also like