জরুরি সতর্কতার জন্য জাতীয়ভিত্তিক পরীক্ষা ২৩ এপ্রিল
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ রবিবার ২৩ এপ্রিল বিকাল ৩ টায়, যুক্তরাজ্যের জরুরি সতর্কতা পরিষেবার একটি জাতীয় পরীক্ষা হবে।পরীক্ষার সময় আপনার মোবাইল ফোন বা ট্যাবলেট একটি সতর্কতা পাবে, যা হয় একটি সাইরেনের মতো শব্দ করবে, কম্পন করবে বা সতর্কতা পড়বে, যা আপনার ফোনের সেটিংয়ের উপর নির্ভর করে।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপনার ফোন নীরব থাকলেও শব্দ এবং/অথবা কম্পন ঘটবে এবং প্রায় ১০ সেকেন্ড স্থায়ী হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন– www.gov.uk/alerts