জলবায়ু পরিবর্তনের সমাধান স্থানীয়ভাবে কাজ করতে হবে
আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্য বাণী
লন্ডনঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য স্থানীয় উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেছেন কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি ইউরোপ ভিত্তিক বাঙালিদের জলবায়ু পরিবর্তন ক্যাম্পাইনিং সংগঠন ‘ইউরোপিয়ান অ্যাকশন গ্রুপ অন ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ’ এর আয়োজিত পাবলিক ইভেন্ট ‘হাউলিং অফ বাংলাদেশ’ ১৯ নভেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কপ২৬ এর ব্যর্থতা, অর্জন এবং ভবিষ্যতে কি করণীয় নিয়ে।কাজী খলীকুজ্জমান আহমদ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সমন্বয়ক, আরও বলেন জলবায়ু পরিবর্তনের সমস্যটা বৈশিক, সৃষ্টি করেছে উন্নয়নশীল দেশগুলি এবং এর সমাধানে বৈষিক, রাষ্ট্রীয় ও স্থানীয় পর্যায়ে কাজ করতে হবে।
আরও বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর সাসটেনবল রুরাল লাইভলিহুডস এর জিয়াউল হক মুক্তা । তিনি বলেন বাংলাদেশ স্থানীয়ভাবে বিভিন্ন পলিসি পেপার তৈরি করেছে, নিজস্ব ফান্ড স্মৃতি করেছে তবে সামাজিক নিরাপত্তার ব্যাপারে ঝুঁকি এলাকাগুলিকে জাতীয় উন্নয়ন প্রকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। অনুষ্টানে আলোচকরা বলেন বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে, দেশ আরও ঘূর্ণিঝড়, বন্যা, ভাঙনের মুখোমুখি হবে, তাই আমাদের অস্তিত্বের হুমকির বিরুদ্ধে আমাদের নিজেদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য কাজ করতে হবে।এছাড়া অনুষ্টানে ইউরোপিয়ান অ্যাকশন গ্রুপের গোলাম রব্বানী পরিচালিত একটি ভিডিও ফিল্ম ‘হাউলিং ফ্রম বাংলাদেশ: ক্যান ইউ হিয়ার ইট? বাংলাদেশের আর্তনাদ: শুনতে কি পাও?’ দেখানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরোপিয়ান অ্যাকশন গ্রুপের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সঞ্চালনা করেন ইউরোপিয়ান অ্যাকশন গ্রুপের সদস্য ডক্টর রায়হান রশিদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউরোপিয়ান অ্যাকশন গ্রুপের পৃষ্ঠপোষক মুরাদ কোরেশী।