জাতীয় স্মৃতিসৌধে নতুন ইসির শ্রদ্ধা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার।বুধবার (১ মার্চ) সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর ১০টা পাঁচ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার।পরিদর্শন বইতে তিলি লিখেন, ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার ও আমার জন্য আজ এটি এক বিরল সম্মান।এরপর সকাল ১০টা ২০ মিনিটে তারা জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারসহ সরকারী বিভিন্ন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, কাজী হাবিবুল আউয়ালকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অন্য চার নির্বাচন কমিশনার হলেন,অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা এমিলি, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান।

You might also like