জার্মানিতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী

জার্মানিঃ জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বুধবার যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে।করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে জার্মান সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়। দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সুরের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত এবং অতিথিবৃন্দ।

বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সেরি মুহাম্মাদ শফিউল আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের রাষ্ট্রপতির লিখিত বাণী পাঠ করেন রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের মিনিস্টার এম মুরশিদুল হক খান, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর মোঃ সাইফুল ইসলাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর কাজী তুহিন রাসুল।

রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া তাঁর বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপট বিশ্লেষণ করে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ও যুগান্তকারী অবদান এবং একইসাথে পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক।‘

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগ নেতা মিজানুল হক খান, নুরজাহান খান নুরী, বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী খান, জার্মান আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সহ-সভাপতি নূর এ আলম সিদ্দিকী, এনআরডাব্লিউ প্রদেশে বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসাল জেনারেল প্রকৌশলী হাসনাত মিয়া, সাংবাদিক বিটু বড়ুয়া এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।বক্তাগণ সাম্প্রতিক সময়ে স্বাধীনতা যুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্রকারীদের নানা উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করেন এবং বিশেষ করে ভাস্কর্য নিয়ে উস্কে দেওয়া বিতর্ক শক্ত হাতে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশের ভূখণ্ডে সাম্প্রদায়িক দীক্ষার পথ বন্ধ করতে এবং চরমপন্থার উত্থান ঠেকাতে মাদ্রাসা শিক্ষাকে কর্মমুখী এবং আধুনিকায়ন করার উপর গুরুত্বারোপ করেন।বিজয় দিবসের অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির নব-নির্মিত ওয়েবসাইট উদ্বোধন করেন।

You might also like