জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ জেলা আ’লীগ সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মরহুম এডভোকেট লুৎফুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ত্যাগী নেতা ও স্বজন ব্যক্তি। তিনি শুধু রাজনৈতিক দলের নেতা ছিলেন না, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচরও ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবককে হারিয়েছে।সাবেক গণপরিষদ সদস্য এবং সিলেট জেলা পরিষদের নির্বাচিত প্রথম চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন।২ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা পরিষদ হল রুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ’র সভাপতিত্বে এবং প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ’র পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ মতিউর রহমান মতি, জেলা পরিষদ সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, আব্দুল হামিদ, সাবেক সদস্য মোঃ শাহনূর, এডভোকেট মামুন রশীদ, মিজানুর রহমান, আহমদ হোসেন খানসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।মোনাজাত পরিচালনা করেন লামাবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

You might also like