জৈন্তাপুরে ২০ বস্তা চিনি ও ৭টি গরুসহ ৩ জন গ্রেফতার
সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাচালান রোধের অংশ হিসেবে পুলিশের পৃথক দু’টি অভিযানে ৭টি গরু ও ২০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ ৷
জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, জৈন্তাপুর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম (পিপিএম)’র নির্দেশনায় ১৭ অক্টোবর সোমবার দিবাগত রাত ৩টার দিকে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম নিজপাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ডিবির হাওর এলাকায় অভিযান চালিয়ে ৭টি গরুসহ এক চোরাকারবারীকে আটক করে। আটক আলমগীর হোসেন(৩০) স্থানীয় ডিবির হাওর গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে।
অপরদিকে ১৮ অক্টোবর মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের অপর একটি টিম নিজপাট ইউনিয়নের মাঝের বিল এলাকা দিয়ে ভারতীয় চিনি নিয়ে সারিঘাট এলাকায় পৌঁছুলে পুলিশ ২০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করে।
আটককৃতরা হল দরবস্ত গ্রামের জিয়াউল হকের ছেলে শিব্বির (২২) ও কাজিরপাতন গ্রামের হাসান আহমেদের ছেলে মাহবুব (২২)।
স্থানীয় এলাকাবাসী জানান, চোরাচালান চক্রের একটি প্রভাবশালী সিন্ডিকেটের নেতৃত্বে ভারতের লেসকি, রওয়াই বস্তি, আমকোণা, বাঘছড়ার সীমান্ত পিলারের বিভিন্ন জঙ্গলে ভারতীয় গরু-মহিষ, চিনি, চা-পাতা, জুতা, কসমেটিক্স, শাড়ী, লেহেঙ্গা, বিভিন্ন ব্যান্ডের মদ, শেখ নাছির উদ্দিন বিড়ি, সিগারেট দিনের বেলা মজুদ করে ৷ সন্ধ্যা হতে না হতে এসব পণ্য লালাখাল সারী নদী, জালিয়াখলা, মাঝের বিল, লেংড়ার দোকান, ভাঙ্গা, দেওলারপাড়, কলিঞ্জি, নয়াগ্রাম, সাইনবোর্ড, বালিদাঁড়া, ইটাখাল, বনপাড়া এবং লুৎমাইল হয়ে সারীঘাট, দরবস্ত ও হরিপুর বাজারে প্রবেশ করছে ৷
ফলে অত্রাঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য শীম, বরবটি ফসলের মারাত্বক ক্ষতি হচ্ছে৷ চোরাকারবারিদের কারণে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, চোরাচালান রোধে থানা পুলিশ অভিযান পরিচালনা করছে৷ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চোরাচালান রোধে এলাকাবাসী পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তার আহবান জানান৷ তথ্য গোপন রেখে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।