টাওয়ার হ্যামলেটসের নতুন ইয়ুথ সার্ভিস ডিজাইন করছে তরুণরাই

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসের ৪০০ জন কিশোর তরুণ তাদের ভবিষ্যৎ ইয়ুথ সার্ভিস “ইয়াং টাওয়ার হ্যামলেটস” ডিজাইন করার জন্য একটি ধারাবাহিক ইন্টারেক্টিভ ‘হ্যাকাথন’ ইভেন্টে অংশ নিয়েছে।বারার কম বয়সী জনগোষ্টির জন্য আরো বিস্তৃত সেবা কার্যক্রম নিশ্চিত করার সাথে পুনঃ ব্র্যান্ডিং করা সহ আমরা একটি নতুন ইয়ুথ সার্ভিস গড়ে তুলতে ১৩ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছি। যাদের জন্য এই সেবা, সেই কিশোর তরুণরাই যাতে এই সার্ভিসটি ডিজাইন করতে পারে, সেজন্য হ্যাকাথন ইভেন্টগুলির আয়োজন করা হচ্ছে।তারা আলোচনাকে উদ্দীপিত করতে, ধারণা তৈরি করতে এবং তরুণদের তাদের ভবিষ্যৎ ইয়ুথ সার্ভিস ডিজাইন করার জন্য তাদের দৃষ্টিভঙ্গি অবদান রাখার সুযোগ দেওয়ার জন্য এসব পরামর্শ কর্মসূচির আয়োজন করা হয়েছে।গত ১১ মে জর্জ গ্রীণ স্কুলে অনুষ্ঠিত চতুর্থ হ্যাকাথন ইভেন্টের সময় নির্বাহী মেয়র লুৎফুর রহমান সেখানে উপস্থিত হন এবং কিশোর তরুণদের সাথে কথা বলেন। ইয়াং টাওয়ার হ্যামলেটস নামের ইয়ুথ সার্ভিস নতুন করে গড়ে তুলতে তাদের উদ্ভাবনী আইডিয়া, ধারনা নিয়ে কথা বলেন।

You might also like