টাওয়ার হ্যামলেটসে পার্কিং বিধিনিষেধ ফের চালু ১ জুন থেকে
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ ১ জুন সোমবার থেকে পার্কিং রেস্ট্রিকশনস্ বা বিধিনিষেধ পুণরায় কার্যকর হবে এবং কন্ট্রোলড পার্কিং সময়ে গাড়ি পার্ক করার ক্ষেত্রে আগের মতই বাসিন্দাদের পারমিট লাগবে।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সোমবার থেকে পারমিট ছাড়া গাড়ি পার্ক করা হলে পেনাল্টি চার্জ নোটিশ পেতে পারেন।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিল কী ওয়ার্কারদেরকে এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি অস্থায়ি পার্কিং পারমিট প্রদান করেছে। নতুন পেপারলেস ভার্চুয়াল পারমিট ব্যবহার করে ফ্রন্টলাইন এনএইচএস এবং স্কুল স্টাফ, ইমার্জেন্সি সার্ভিসেস এবং কাউন্সিলের সোশ্যাল ওয়ার্কাররা বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবেন।সোমবার থেকে ওয়াপিং হাই স্ট্রিটের বাস গেট আগের মতো পুণরায় চালু হবে। বিষয়টি গাড়ি চালকদের অবহিত করতে বিভিন্ন স্থানে সাইন বা নোটিশবোর্ড লাগানো হয়েছে।