টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে অ্যাসপায়ার পার্টি
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ ৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে অ্যাসপায়ার পার্টি। ২০টি ওয়ার্ডের ৪৫টি কাউন্সিল আসনের সবকটিতে অনুষ্ঠিত নির্বাচনে বারার ভোটাররা আগামী ৪ বছর কারা তাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নির্বাচিত করেন।কাউন্সিলর পদে নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষনা করা হয় শনিবার। ঘোষিত ফল অনুযায়ী কাউন্সিলের নতুন মেক-আপ হচ্ছে নিম্নরূপঃ
অ্যাসপায়ার পার্টি ঃ ২৪ টি আসন
লেবার পার্টি ঃ ১৯ টি আসন
কনজারভেটিভ পার্টি ঃ ১ টি আসন
গ্রীণ পার্টি ঃ ১ টি আসন
এর আগের দিন শুক্রবার মেয়র নির্বাচনের ফল ঘোষনা করা হয়। অ্যাস্পায়ার পার্টির লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসের কার্যনির্বাহী মেয়র হিসেবে আগামী চার বছরের জন্য নির্বাচিত হন।টাওয়ার হ্যামলেটসের রিটার্নিং অফিসার এবং কাউন্সিলের প্রধান নির্বাহী উইল টাকলি নির্বাচনে বিজয়ী সকল কাউন্সিলরকে অভিনন্দন জানান। তিনি নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভূমিকা পালন করায় প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকেও ধন্যবাদ জানান।তিনি ইলেকশন টিম সহ নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত সকল স্তরের কর্মকর্তাদের এবং যারা টাওয়ার হ্যামলেটসে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য স্থানীয় নেতাদের বেছে নিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এবং ভোট দিয়েছেন, সেই সকল বাসিন্দাদেরও ধন্যবাদ জানান।নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফলের বিস্তারিত কাউন্সিলের ওয়েবসাইটে (www.towerhamlets.gov.uk) পাওয়া যাবে। টুইটারে @TowerHamletsNow এ কাউন্সিলকে অনুসরণ করে সর্বশেষ তথ্য সম্পর্কে আপ টু ডেট থাকার জন্য বাসিন্দাদের প্রতি অনুরোধ করা হয়েছে।