টাওয়ার হ্যামলেটস মেয়র হলেন লুৎফুর রহমান

জুয়েল রাজ
সত্যবাণী

লন্ডন: লন্ডনের বহু কাঙ্খিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত আসপায়ার পার্টি থেকে বিজয়ী হয়েছেন লুৎফুর রহমান।

মোট ভোট গ্রহন হয়েছে ৮৬ হাজার ৯ টি। এরমধ্যে ১৮৬৪ ভোট বাতিল করে গণনায় এসেছে ৮৪ হাজার ১২৫ টি ভোট।

প্রথম পছন্দ গগণনার ফলাফলে প্রায় ১২ হাজার ভোটে এগিয়ে ছিলেন লুৎফর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৩৯,৫৩৩ । লেবার দলীয় জন বিগস পেয়েছেন ২৭,৮৯৪। লিবডেম প্রার্থী রাবিনা খান পেয়েছেন ৬,৪৩০ ভোট।কোন প্রার্থী একক ভাবে ৫১ শতাংশ ভোট না পাওয়াতে দ্বিতীয় পছন্দ গণনা করা হয়।দ্বিতীয় ভোট গণনা শেষে, লুৎফুর রহমানের মোট ভোট ৪০৮৮৪ ভোট যা মোট ভোটের ৫৪.৯%। জন বিগস পেয়েছেন ৩৩৪৮৭ মোট ভোটের ৪৫.১% ভোট।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের, কাউন্সিলদের ভোটের ফলাফল জানতে আগামী কাল বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধারণা করা হচ্ছে লুৎফুর রহমানের দল থেকেও বেশ কয়েকজন কাউন্সিলর ও নির্বাচিত হবেন।

উল্লেখ্য বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২০১০ সালে প্রথম নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছিলেন লুৎফুর রহমান। ২০১৪ সালে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার পর নানা অনিয়মের অভিযোগে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় দেশটির আদালত। নানা চড়াই উৎরাই পেরিয়ে আবার ও ফিরলেন নতুন করে।

 

You might also like