ডিইউজের নতুন সভাপতি সোহেল, সম্পাদক আকতার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন-২০২২ এ সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে সকাল ৯টায় থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর ভোটগণনা শেষে ফল ঘোষণা করা হয়।নির্বাচনে সম্পাদকীয় পদগুলোর মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে এম. এ. কুদ্দুস, সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাজু হামিদ, দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক পদে জোবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাকিলা পারভীন, নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন।এছাড়া নির্বাহী পরিষদ সদস্য হিসেবে মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আসাদুর রহমান, সলিম উল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ এবং রেহানা পারভীন নির্বাচিত হয়েছেন।এবারের ডিইউজে নির্বাচনে ৩টি প্যানেলে মোট ২১টি পদের জন্য ৭১ জন প্রার্থী লড়াই করেছেন। প্যানেল ৩টি হচ্ছে- কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান। এই ৩ পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন। সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।