ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ২৭৫ জন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন ২৭৫ জন রোগী ভর্তি হয়েছে।এর মধ্যে রাজধানী ঢাকায় ২১১ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন।আজ ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আজ এসব কথা জানানো হয়েছে।এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৫ হাজার ৯৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে একই সময়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৫ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ টি হাসপাতালে ৮৫৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ২১৫ জন ভর্তি রয়েছেন। এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৫৯ জন।

You might also like