ড . মঞ্জুশ্রী একাডেমিতে সাহায্যের জন্য আবেদন

 

চিঠিপত্র ডেস্ক
সত্যবাণী

১৯২৩ সালে ড . মঞ্জুশ্রী চৌধুরী সিলেটের কুলাউড়ার কাদিপুর গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে বিশ্বনাথের আকিলপুর গ্রামের জমিদার শৈলেন্দ্র কুমার চৌধুরী সাথে বিবাহ হয় । তিনি বিখ্যাত সাহিত্যিক , শিক্ষাবিদ ও একজন সমাজসেবী ছিলেন । ১৯৯৫ সালে আকিলপুর গ্রামে প্রতিভা পাঠাগারের মধ্য দিয়ে মঞ্জুশ্রী একাডেমীল স্বপ্ন রচনা হয় । ২০০৬ সালের ১১ জুন তিনি পরলাকে গমন করেন । এ একাডেমী থেকে ৭০টি প্রকাশনা এ যাবৎ প্রকাশিত হয়েছে । একাডেমীর মাধ্যমে পল্লী উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে । বিভাগগুলাে নাম : শিক্ষা , সাহিত্য , সংগীত , চিকিৎসা , বিজ্ঞান , পাঠাগার , গবেষনা , অভিনয় , আর্ট , এতিমখানা , মেডিটেশন , কুঠির শিল্প , অনুবাদ , গণশিক্ষা , কোচিং , ধর্ম , মাদকদ্রব্য নেশাবিরাধেী কার্যক্রম , জাদুঘর , পরিবেশ উন্নয়ন , শিশু উন্নয়ন , মিলনায়তন , খামার , সরাইখানা ইত্যাদি । আমাদের স্বপ্ন ও পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যে কোন বিভাগে সহযাগিতায় আপনার দানের হাত দয়া করে বাড়িয়ে দিন । আপনিও হয়ে যান একজন পল্লীপ্রেমিক । পল্লী উন্নয়নে মাথা উঁচু করে দাড়াক মঞ্জুশ্রী একাডেমী ।

সুমন বিপ্লব
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , মঞ্জুশ্রী একাডেমী , আকিলপুর
পরগনাবাজার , বিশ্বনাথ , সিলেট – ৩০৮৩

You might also like