ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তিযুদ্ধে পরীক্ষার্থীরা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা। করোনা মহামারির কারণে দীর্ঘ বন্ধের পর শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের এ পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ঢাবির ভর্তিযুদ্ধ।প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরের সাতটি বিভাগীয় সরকারি বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্য ইতোমধ্যেই ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে গেছেন।এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ নম্বর করে মোট ২০ নম্বর থাকবে। (মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ; উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যোগফল)

ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় থাকবে। তবে চ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।এ বছর ঢাবির পাঁচটি ইউনিটের সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন ৪৫ জন পরীক্ষার্থী।‘ক’ ইউনিটে মোট আসন সংখ্যা ১৮১৫টি। তার বিপরীতে আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার। অর্থাৎ এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ দশমিক ৯৯ জন।

You might also like