তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচনে যাবে না বিএনপি :নাছির চৌধুরী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক জেলা আহবায়ক, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যদি সাহস থাকে তাহলে একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচনের মাঠে খেলতে আসুন, তখন দেখা যাবে জনগণ কার পাশে থাকে আর কাকে নির্বাচিত করে। সরকার দীর্ঘ ১৫টি বছর ধরে ক্ষমতায় আছে। পুলিশ, র‌্যাব ও প্রশাসনকে ব্যবহার করে বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীকে মামলা-হামলা, গুম-খুন দিয়ে বিএনপিকে রাজপথ থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু বিএনপিকে কিছুতেই হঠাতে পারেনি।তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, আর জনগণের ভালবাসা এখনও ইস্পাত কঠিন ও সুদৃঢ় অবস্থায়ই দলটি ঠিকে আছে। বিএনপি’র ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চাইলেও এই স্বপ্ন পূরণ হবে না।দিরাই থেকে সংবাদদাতা জানান, বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের দিরাই উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সংগঠন আয়োজিত র‌্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।এ উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দিরাই পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা কমিটি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিটি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া প্রমুখ।

You might also like