দু’পক্ষের গোলাগুলিতে সুনামগঞ্জে নিহত ১

সত্যবাণী
সিলেট অফিসঃ সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে দুলাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন দু’পক্ষের অন্তত আরো ১০ জন।
২৫ অক্টোবর বুধবার সকালে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল ওই গ্রামের আলীম উদ্দিনের ছেলে।
দিরাই থেকে সংবাদদাতা জানান, আরজু খাঁন ও ফিরোজ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ লেগেই আছে। এর জেরে সকালে আরজু খাঁন ও ফিরোজ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে শুরু নেয়। এরপর দু’পক্ষের লোকজনই গোলাগুলি শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। অন্ততঃ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি মুক্তাদির হোসেন। তিনি বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিস্তারিত পরে জানাবো হবে।

You might also like