দেওকলস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেমকে সংবর্ধনা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী

লন্ডন, ১৯ আগস্ট:  বিশ্বনাথ উপজেলার দেওকলস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠিাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম স্যারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে আয়োজন করেন বিলাতে বসবাসরত  বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ এলাকাবাসী

আজ ১৯ আগস্ট বিকালে পূর্ব লন্ডনের ফিলগেইট স্ট্রিটস্থ মেইদা গ্রিল রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী রেনু খানপ্রাক্তণ শিক্ষার্থী আজম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ . মোহাম্মদ আবদুল হান্নানআরো বক্তব্য রাখেন একাউন্টেন্ট কাউন্সিলার আয়াছ মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জোয়ার্দার, বিশ্বনাথ প্রবাসীএডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মো. মতছির  খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি একাউন্টেন্ট কে এম সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম ইয়াহিয়া, সাবেক ছাত্র   অধ্যাপক শানুর খান

বক্তারা গুণী শিক্ষক আবুল কাসেমের কর্মময় জীবন, তাঁর  ন্যায়নিষ্টা, সত্যবাদিতা এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অসীম অবদানের কথা তুলে ধরেন তাঁর অক্লান্ত শ্রমে গড়া স্কুল দেওকলস উচ্চ বিদ্যালয় দেশের সেরা স্কুলের স্বীকৃতি লাভ করেছিল তিন বার কুমিল্লা জেলার সেরা প্রধান শিক্ষকের স্বীকৃতি লাভ করেন তিনি

প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, প্রাইমারি হাইস্কুলের শিক্ষকরাই জাতি প্রতিষ্ঠার মূল কারিগর তাদের শিক্ষাদানই পরবর্তী জীবনে সাফল্য বয়েআনে তিনি বলেন, আমার প্রাইমারি হাই স্কুলের পাঠদান করা শিক্ষককেই প্রাণভরে আজওস্যার ডাকি

. মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম স্যার একজন স্বার্থক শিক্ষক, আজকের আয়োজন দেখেই অনুমান করা যায় তিনি ছাত্রদের প্রকৃত শিক্ষা দিতে পেরেছেন, সেই ছাত্ররাই তাকে এই ব্রিটেনের মাটিতে আজ সম্মান জানচ্ছেন  

সভায় পরিচয় করিয়ে দেয়া হয় দেওকলস উচ্চবিদ্যালয়ে অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল ওয়াহিদসহ দেওকলস উচ্চ বিদ্যলয়ের কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা রেজওয়ান খান, মুকিত খান, আফজাল খান, জিতু মিয়া, সফিক আলী,  আবদুররকিব, আজাদ মিয়া ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন রোকসানা, রেজিয়া সুলতানাচৌধুরী, পারভীন খানম, সেফা খানম, হেপী খানম, রোজী ডলিসহ আরো অনেকেছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজ আহমেদ, কাইয়ূম খান, শামীম খান, আশরাফমিয়া, আখলাক আহমেদ, সার,মান আহমেদ, আনহার উদ্দিন প্রমুখ  

মওলানা শাহ রেদওয়ান আহমেদ পবিত্র কুরআন তেলাওয়তের মাধ্যমে সভার কাজ শুরু হয় শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র রোকসানা রেজিয়া সুলতানা চৌধুরী সংবর্ধিত অতিথি, প্রধান অতিথি প্রধান বক্তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান শানুর খান সব শেষে সভাপতি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সভার কাজ শেষ হয়

You might also like