দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ০,শনাক্ত ১৫

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৩৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৭৪৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৪ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ২৮ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল দশমিক ২৩ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৫১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৬ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৩০৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৬৩ শতাংশ।

You might also like