দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২ ,আক্রান্ত ৩১

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জন মারা গেছেন। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ জন।গতকাল শনাক্ত হয়েছিল ২৯ জন।স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ জন। শনাক্তের হার দশমিক ৭৮ শতাংশ। আগের দিন ৩ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৯ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন।শনাক্তের হার দশমিক ৭০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৮৩ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ১৫৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ।

You might also like