দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ০,শনাক্ত ১৪১

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৬৩ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ২১ শতাংশ।
শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশে।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৮ শতাংশ।এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৮৬৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০৪ জন। শনাক্তের হার ১২ শতাংশ।

You might also like