দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৩৯ মৃত্যু, শনাক্ত ৪৮০৪

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৫ হাজার ২৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন।রবিবার (২২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮০৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৫ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ কোটি ২৩ লাখ ১২ হাজার ৬৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।মারা গেছেন ৪৪ লাখ ৪০ হাজার ৯৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ১৬৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৮২ জনের।মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন।

You might also like