দোয়ারাবাজরে চিলাই নদীর উভয় তীরের বেড়ী বাঁধ পরিদর্শন করেন ইদ্রিস আলী বীর প্রতীক

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে সাম্প্রতিক প্রলয়ংকারী বন্যায় চিলাই নদীর উভয় তীরের বেড়ী বাঁধে অনেকগুলি ছোট বড় ভাঙ্গনসহ দুইটি বিশাল বিশাল ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলি জমি পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বীর প্রতীক।আজ সোমবার বিকাল ২ টায় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বোগলাবাজার ইউনিয়য়নের চেয়ারম্যান মোঃ মিলন খান, সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি সদস্য বুলবুল আহমদ, মিজানুর রহমান, ওমর গণি, আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগ নেতা হাসমত উল্লাহ, প্রভাষক ফারুক আহমদ, প্রভাষক আবু বকর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মাস্টার, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, শিক্ষক মনির হোসেন, শিক্ষক শরীফ আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ আলম, ডাঃ শাহজাহান, খোরশেদ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, আলমখালীতে সৃষ্ট ভাঙ্গনের প্রবল স্রোতে গ্রামের কালা মিয়ার স্ত্রী জাহানারা বেগম(৬০) নিখোঁজ হন। তিনদিন পরে তার লাশ পাওয়া যায়। শেষে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। সবকটি ভাঙ্গনের দ্বারা শতাধিক বাড়িঘর ধ্বংস হয়, বিপুল পরিমাণ জমির ফসল বিনষ্ট হয়, অনেক জমিতে বালি জমা হয়, সকল পুকুরের মাছ ভেসে যায় এবং বহু গাছপালা উপড়ে ভেসে চলে যায় ।এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মোঃ মিলন খান, সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান দ্রুত বেড়িবাঁধ পূনঃ নির্মাণের দাবি জানান। এবং মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর মাধ্যমে সরকারের নিকট দাবি উপস্থাপনের জন্য ইদ্রিস আলী বীর প্রতীকে অনুরোধ করেন।

You might also like