দ্বিতীয় ওসমানী মেডিকেলে জমি অধিগ্রহণের নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে দ্বিতীয় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ২৭ জানুয়ারি শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও-৩ ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।অনুষ্ঠানে সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের বিশেষ করে মুমুর্ষ রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে।এ সময় মন্ত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ শুরুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে বলেন, এ হাসপাতালের ওপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ওসমানীর দ্বিতীয় শাখার কাজ শুরু করা জরুরী।তিনি জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরুর নির্দেশনা দিয়ে বলেন, তাহলে আর সিলেটবাসীকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবেনা। এতে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।মন্ত্রী আরো বলেন, ‘সরকারের নীতিগত সিদ্ধান্ত, বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একটিও রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না। সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছে তাদের বের করে দেয়া হবে।এর আগে শুক্রবার সকালে তিনি বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

You might also like