দ্বিতীয় ধাপের ট্রায়ালে ‘খুব ভালো’ এগোচ্ছে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ করোনা ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল খুব ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান এন্ড্রু পোলার্ড। গতকাল শুক্রবার তিনি এমনটি জানান।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, গবেষণা দ্রুত শেষ করতে অক্সফোর্ডের ভ্যাকসিনের গবেষণার দ্বিতীয় এবং তৃতীয় ধাপকে এক করে ফেলা হচ্ছে।

এ বিষয়ে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান এন্ড্রু পোলার্ড বলেন, যুক্তরাজ্যে এক হাজার ব্যক্তিকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে।পরীক্ষার পরের ধাপে ১০ হাজার ২৬০ জন প্রাপ্ত বয়স্ক এবং শিশুদের ওপর এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখা হবে।তবে বিশেষজ্ঞরা বলছেন,অক্সফোর্ডের চ্যাডওক্স-১ নামের ভ্যাকসিনটি শিম্পাঞ্জির দেহে পাওয়া একটি সাধারণ সর্দির ভাইরাস ব্যবহার করে তৈরি করা হয়েছে।আর জিনগতভাবে পরিবর্তিত হওয়ায় এই ভাইরাসটি মানুষের শরীর কাজ নাও করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।তবে পরীক্ষায় সফল হলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বাজারে ৪ কোটি ডোজ আনার ঘোষণে দিয়েছে ব্রিটিশ-সুইডিশ এই ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা । এই কোম্পানিটি অক্সফোর্ডের টিকার সরবরাহের কাজ করবে।

You might also like