ধর্মপাশায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু-দাফন সম্পন্ন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবীর (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।গতকাল রোববার রাতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ নিয়ে ধর্মপাশায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হলো।এর আগে ১৯ জুলাই সদর ইউনিয়নের মহদিপুর গ্রামের শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

জানা যায়,আলমগীর কবীরের নমুনায় গত ২১ আগস্ট করোনা ভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওই দিন সন্ধ্যায় তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার দুপুর দুইটায় ধর্মপাশা গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবর স্থানে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়জন রেখে যান।তাঁর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ।এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

You might also like