ধর্মপাশায় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান‘সরকার বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে’
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। এর পূর্বের সকল দুর্যোগ সরকার দক্ষতার সাথে মোকাবেলা করেছে, এবারের দুর্যোগ মোকাবেলায়ও সরকার সর্বাত্মক প্রস্তুত। স্থানীয় এলাকাবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা চিন্তা করবেন না। পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। সময়মত তা আপনাদের কাছে পৌঁছে দেয়া হবে। দুর্গতদের কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত হবেন না।গত শনিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে উপস্থিত বানভাসি মানুষের সাথে আলাপের সময় মন্ত্রী এ কথাগুলো বলেন।ধর্মপাশা থেকে সংবাদদাতা গিয়াস উদ্দিন রানা জানান, মন্ত্রী বেলা পৌনে ১১টায় স্পিডবোট যোগে সুনামগঞ্জ থেকে ধর্মপাশায় এসে পৌঁছান। পরে তিনি একই স্পিডবোটে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করেন। সারাদিন পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টার পরে তিনি আবারও উপজেলা সদরে ফিরে আসেন।এ সময় ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, ইউএনও মো. মুন্তাসির হাসান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ বিলকিস, থানার ওসি মিজানুর রহমানসহ ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা আ’লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, উপজেলার সবগুলো গ্রাম পানিবন্দী হয়ে পড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উঁচুস্থানের স্কুল, কলেজ, ফায়ার সার্ভিস, উপজেলা পরিষদ হলরুমসহ ৯০টি আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয় দেয়া হয়েছে।