ধর্ষকদের ধরতে নজরদারিতে সিলেট সীমান্ত
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সীমান্ত এলাকায় সর্তকবার্তা পাঠানোর পাশাপাশি সিলেট রেঞ্জের পুলিশ ও মহানগর পুলিশের সব থানায় ধর্ষকদের ছবি পাঠিয়ে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।ইতোমধ্যে ঘটনার মামলায় প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের পর গ্রেপ্তার হয়েছেন আরেক আসামি অর্জুন লস্কর।একটি সূত্র জানিয়েছে, আসমিদের গ্রেফতার করার জন্য ইতোমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।সিলেট রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার (ক্রাইম অ্যানালাইসিস) জেদান আল মুসা বলেন, সিলেট বিভাগের সবগুলো থানা পুলিশকে আলোচিত ধর্ষণ মামলার আসামিদের ব্যাপারে সতর্কদৃষ্টি রাখতে বলা হয়েছে। কোনো আসামি যাতে পালাতে না পারে তার জন্য নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন ডিআইজি।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, পুলিশ ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। তাদের নানা বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। ইতোমধ্যে মাঠে পুলিশের একাধিক দল কাজ করছে।সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, সিলেট জেলা পুলিশের সব থানাকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া আসামিরা যাতে সীমান্ত এলাকা ব্যবহার করে পালাতে না পারে সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে থানা পুলিশকে।মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। কিন্তু আসামিরা স্থান পরিবর্তন করায় পুলিশ তাদের খোঁজ পাচ্ছে না। তবে পুলিশ দোষীদের ধরতে তৎপর রয়েছে।