ধামরাইয়ে ‘রাজনৈতিক বিরোধে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ধামরাই: ঢাকার ধামরাইয়ে আবুল কাশেম (৫৭) নামের এক বিএনপি নেতাকে দৃর্বত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এর আগে, বেলা ১২টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। আবুল কাশেম জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।নিহতের ছোট ভাই খলিলুর রহমান জানান, বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক বলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কি কারণে হত্যা হয়েছে তার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

You might also like