গাজীপুরে লরি-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
সত্যবাণী

গাজীপুর: গাজীপুরের পূবাইলে লরি-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।রোববার গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের এ ঘটনা ঘটে।নিহতরা হলেন,ইজিবাইক চালক হানিফ মিয়া ও ইজিবাইকের আরোহী সাব্বির।পুলিশ জানায় সকাল ৯টার দিকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সঙ্গে পূবাইলমুখী ব্যাটারচালিত চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয় এবং আরও দুইজন আরোহী আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম জানান,সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।

You might also like