ধ্বংসের পথে না যেতে গ্রিসকে এরদোগানের হুঁশিয়ারি
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
তুরস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে নিজের অধিকার কখনো ছেড়ে দেবে না আংকারা। এক্ষেত্রে কোনোরকম ভুল না করার জন্য তিনি গ্রিসকে সতর্ক করে বলেন, নিজেদের ধ্বংসের পথ বেছে নেবেন না।পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে দু দেশ মারাত্মক দ্বন্দ্বে লিপ্ত রয়েছে।
এরদোগান সুস্পষ্ট করে বলেন, “আমাদের অধিকার নিয়ে আমরা আপোষ করব না। এজন্য যা করা দরকার আমরা তাই করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিদ্বন্দ্বীকে সতর্ক হতে বলি যে, কোনো রকমের ভুল তাদের জন্য ধ্বংসের পথ তৈরি করে দেবে।”গ্রিস বলেছে, বুধবার থেকে তারা পূর্ব ভূমধ্যসাগরে ফ্রান্স, ইতালি ও সাইপ্রাসের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করবে। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাইপ্রাসের দক্ষিণে এবং গ্রিসের ক্রিট দ্বীপে তিনদিন ধরে এ মহড়া চলবে। এর আগে চলমান পরিস্থিতিতে গ্রিসের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স।সাইপ্রাস দক্ষিণে ও ক্রিট দ্বীপের আশপাশে গ্যাসের বিরাট মজুদ পেয়েছে তুরস্ক। এরপরই দুই দেশের সঙ্গে তুরস্কের উত্তেজনা চরমে উঠেছে। সাইপ্রাস ও গ্রিস দাবি করছে- গ্যাসের এ মজুদ তাদের সীমানায় রয়েছে।