নগরির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে মেয়র আরিফ

সত্যবাণী
সিলেট অফিসঃ বাঙালি সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে সিসিক মেয়র বলেন, উৎসবমূখর পরিবেশে নগরিতে দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
তিনি বলেন, নানা জাতি-ধর্ম-বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে সিলেটের সকল পূজারী ও দর্শনার্থী শারদীয় দুর্গাপূজা উৎসব পালনে মেতে উঠেছেন। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে সিলেট সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
সিসিক মেয়র বলেন, সিলেট একটি আধ্যাত্মিক নগরি। পূণ্যভূমি সিলেটের শত বছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে নগরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এবিএম উজ্জ্বল, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দসহ পূজা উদযাপন সংশ্লিষ্টরা।
পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরির আরো কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন।

You might also like