নতুন বৈশিষ্ট্যের করোনায় উদ্বিগ্ন বিশ্ব, জরুরি বৈঠকে ডব্লিউএইচও

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

জেনেভা,সুইজারল্যান্ডঃ করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে বুধবার আলোচনায় বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার এই নতুন ধরনকে কীভাবে মোকাবেলা করা যায়, তার কৌশল আলোচনা করা হবে ডব্লিউএইচওর সদস্যদের এ বৈঠকে। বার্তা সংস্থা রয়টার্সের।ডব্লিউএইচওর এক মুখপাত্র বলেছেন, তথ্য আদান-প্রদান করার উদ্দেশ্য নিয়ে বৈঠকটি সাজানো হয়েছে।ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ এ বিষয়ে একটি টুইট করেছেন। এতে তিনি বলেছেন, আমাদের হাতে আরও ভালো তথ্য না আসা পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ সীমাবদ্ধ রাখা বুদ্ধিমানের কাজ।করোনার নতুন ধরন নিয়ে খুব বেশি ভয়ের কারণ নেই বলে জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি বলেছে, এটি মহামারীর বিবর্তনের একটি স্বাভাবিক অংশ।

করোনার নতুন ধরন শনাক্ত করায় যুক্তরাজ্যের প্রশংসা করেছে ডব্লিউএইচও। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর অনেক দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ–নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে আটকা পড়েছে জরুরি পণ্যবাহী বহু গাড়ি।এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, খাদ্য, ওষুধ, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ মালামাল সরবরাহের জন্য আটকে থাকা পণ্যবাহী সব যানবাহনকে ঢোকার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া উচিত।ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ বলেছেন, গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ও জরুরি ভ্রমণ চালু থাকা উচিত।এদিকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে তাদের তৈরি টিকার কার্যকারিতা পরীক্ষায় তৎপর হয়ে উঠেছে।

You might also like