নবজাত শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জিপিতে নাম নিবন্ধন করুন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ বর্তমানে মহামারীজনিত কারনে সারা দেশে রেজিষ্টারের সাথে জন্মনিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।এ অবস্থায়, নবজাত শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব শিশুর নাম নিজের জিপি সার্জারিতে নিবন্ধিত করার জন্য নতুন মা-বাবাদের প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে বলা হয়, এর ফলে আপনার শিশুটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যপরিচর্যা সেবা থেকে বাদ পরবে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,আপনার জিপিকে এটা জানানো গুরুত্বপূর্ণ যে আপনার পরিবারে নতুন একটি শিশুর আগমন ঘটেছে,এর ফলে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা লাভ যেমন নবজাত শিশুর ৬ থেকে ৮ সপ্তাহের চেক,টিকাদান কর্মসূচি ইত্যাদি লাভ করতে পারবেন। মহামারির এই সময়ে জিপি সার্জারিতে আপনার নবজাত শিশুর নাম তালিকাভূক্তিকরণ প্রক্রিয়াটি অনেক সহজ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.gpcaregroup.org/Sites/Common/Private/ContentObject_View_Responsive.aspx?id=29194