নারী ও শিশু নিপীড়নের ঘটনায় সম্মিলিত সামাজিক আন্দোলনের নিন্দা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে অধিকতর কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। বিবৃতিতে তিনি বলেন,

গাজীপুরে ছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ,’ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার শীর্ষক সংবাদ ও বাবার পরকীয়া লুকাতে শিশুকন্যাকে হত্যাসহ প্রতিদিন নারী শিশু নিগ্রহের যে খবর প্রচার হয়ে আসছে তাতে দেশবাসীর সাথে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের জিজ্ঞাসা, নারী শিশু নিপীড়নের পাশাপাশি এই বিষয়ে কি প্রতিকারের ব্যবস্থা নেয়া হলো তা যদি দৈনিক প্রত্রিকার পাতায় বিশেষ গুরুত্ব দিয়ে বের হতো তা হলে হয়তো কিছুটা প্রতিকার পাওয়া যেতো। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে নারী-শিশু সংখ্যালঘু, আদিবাসী সহ সমাজের দূর্বল জনগোষ্টীর উপর নিপীড়নের বিপরীতে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তার একটি সচিত্র প্রতিবেদন সংবাদ মাধ্যমে দেশবাসী আশা করে। তাতে যেমন করে সন্ত্রাসীরা কিছুটা হলেও তাদের অপকর্ম থেকে দূরে থাকবে অন্যদিকে সরকার ও প্রশাসন কতোটা সচেতন রয়েছে এই বিষয়ে তার একটি চিত্র পাওয়া যাবে।তিনি বলেন, ‘আমরা মনেকরি নারী-শিশু নিপীড়নের বিরুদ্ধে জাতীয় জাগরণ গড়ে তোলার ক্ষেত্রে সাধারণ জনগন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পাশাপাশি প্রশাসনের কঠোরতর পদক্ষেপ সমাজে ঘৃণ্য শিশু-নারী নিপীড়নের প্রতিরোধে ‘গুরুত্ব ও মুখ্য ভূমিকা রাখতে পারে। এইসাথে সংশ্লিষ্ট মন্ত্রালয়ের নারী নির্যাতনের সেল থেকেও একটি প্রতিবেদন-প্রতিদিনের কাগজে প্রকাশ করা হলে জন সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা করি।আমরা সরকারের প্রতি নারী-শিশু নিপীড়নের ঘটনার বিচার দ্রততর করার দাবি জানাচ্ছি।

You might also like