নাশকতার অভিযোগে গ্রেফতার মৌ’বাজার জেলা জামায়াতের আমির

সিলেট অফিস 
সত্যবাণী
চলমান কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানান, ১৭ জুলাই বুধবার রাতে মৌলভীবাজার সদরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহেদ আলী কুলাউড়া উপজেলার আশ্রয় গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। বর্তমানে তিনি মৌলভীবাজার সদরের মুসলিম কোয়ার্টার এলাকায় বসবাস করছেন।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর থানার ওসি কেএম নজরুল বলেন, দেশব্যাপী চলমান কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলো জামায়াতের নেতৃবৃন্দ। সম্প্রতি তারা ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলো। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

You might also like