নিজের ভালোর জন্যই ধুমপান পরিত্যাগ করুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ বর্তমান সময়কে ধুমপান ছেড়ে দেয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছেন অনেকেই।নতুন এক গবেষণায় দেখা গেছে যে,যুক্তরাজ্যের প্রায় তিন লাখ মানুষ করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে সাফল্যের সাথেই ধুমপানের অভ্যাস পরিত্যাগ করেছেন।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,যদি আপনি ধুমপান করেন, তাহলে এখনই সময় তা পরিত্যাগ করুন এবং যতটা সম্ভব সুস্থ্য থাকুন। ধুমপান আপনার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে তোলে, যা আপনার করোনাভাইরাস জনিত জটিলতার ঝুঁকি অনেক বাড়িয়ে দিতে পারে।

ধুমপানের অভ্যাস পরিত্যাগে আপনাকে সাহায্য করার অনেক সহায়তামূলক সেবা পাওয়া যাচ্ছে। যারা ধুমপান বা অন্য যেকোন তামাক সেবনের অভ্যাস পরিত্যাগ করতে চান, তাদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে কুইট রাইট টাওয়ার হ্যামলেটস্। বিস্তারিত তথ্য জানতে তাদের ওয়েবসাইট http://quitrightth.org/contact-us – ভিজিট করুন অথবা ফোন করুন – ০২০ ৭৮৮২ ৮২৩০।

You might also like