নিজ অফিসকে আইসিইউ সেন্টার বানালেন শাহরুখ
নিউজ ডেস্ক
সত্যবাণী
বিনোদনঃ আগে ছিল কোয়ারেন্টাইন সেন্টার। থাকতেন উপসর্গহীন করোনা রোগীরা। তাদের খেয়াল রাখতেন স্বাস্থ্য কর্মীরা।পিপিই কিট পরে দিয়ে যেতেন প্রয়োজনীয় ওষুধ, খাদ্য সামগ্রী।এপ্রিল মাসেই নিজের খারস্থিত অফিসের চাবি মুম্বাই পৌরসভার হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ খান। এবার তাতে শুরু হল আইসিইউ পরিষেবা।১৫ শয্যার মেক-শিফড আইসিইউ হাসপাতালে থাকছে লিকুইড অক্সিজেন স্টোরেজ ট্যাংক, ভেন্টিলেটর, হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা পালা করে থাকবেন রেসিডেনসিয়াল চিকিৎসক। থাকবেন দক্ষ নার্স এবং প্যারামেডিকেল স্টাফ। জানা গিয়েছে, একদা শাহরুখ খানের অফিসের প্রথম তলায় সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা-সহ মোট ছয়টি শয্যা থাকবে। দ্বিতীয় তলায় দুই ভাগে চারটি ও পাঁচটি করে শয্যা থাকবে।
২৪ এপ্রিল শাহরুখ খান ও গৌরী খান জানিয়েছিলেন, করোনা মোকাবিলায় খারের অফিসটি বৃহন্মুম্বাই পৌরসভার হাতে তুলে দেওয়া হচ্ছে। তা কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে তৈরি করতে মে মাস গড়িয়েছিল।
সূত্র মারফত জানা গিয়েছে, ৬৬ জন করোনা আক্রান্ত রোগী এখনো পর্যন্ত ভর্তি হয়েছিলেন কোয়ারেন্টাইন সেন্টারটিতে। যার মধ্যে ৫৪ জন করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ১২ জন উপসর্গহীন করোনা রোগী কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন।তাদের অন্য সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১৪ জুলাই থেকে শাহরুখ খানের অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে মেকশিফড আইসিইউ হাসপাতাল তৈরির কাজ শুরু হয়। পরিবর্তিত পরিস্থিতিতে মেকশিফড আইসিইউ হাসপাতালটি রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। আর এই কাজে সাহায্য করবে শাহরুখ খানের স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশন। খাবার সরবরাহ করার দায়িত্ব এবং অন্যান্য নানা পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব স্বেচ্ছাসেবী সংস্থার ইচ্ছুক কর্মীরা নেবেন বলে জানা গিয়েছে।