নিদনপুর গ্রামের মিলনমেলা

নিউজ ডেস্ক
সত্যবাণী

বার্মিংহাম: নতুন জেনারেশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে গত ৭ নভেম্বর রবিবার বার্মিংহাম শহরের এক কমিউনিটি হলে বিয়ানীবাজার থানার নিদনপুর গ্রামের এক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যসহ বার্মিংহাম শহরে বসবাসরত নিদনপুর গ্রামের একাধিক পরিবারের শতাদিক সদস্যের সমাগম ঘটে।অনুষ্ঠিত মিলনমেলা আয়োজন করেন নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি শফিক আলী, নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের উপদেষ্টা আজিজুর রহমান জয়নাল, কার্যকারি পরিষদের সদস্য মজনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমানোর রহমান এবং সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সেলিম আহমদ। আয়োজনকারীদের মতে বৎসরে অন্তত একবার হলেও পরিবারের সবাই নিয়ে এইরকম অনুষ্ঠান করা অতন্ত জরুরী, তা না হলে ভবিষ্যত প্রজন্ম একদিন কেউ কাউকে চিনবে না।
মিলনমেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের সিনিয়র উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা মনোয়ার হুসেন, ক্রীড়া সম্পাদক এনায়েত হুসেন, ফয়জুর রহমান ফয়জু, হুমায়েন খান, জাবেদুর রহমান মান্না, সাহেদ রহমান, সুয়েদ রহমান, সামাদুর রহমান, জুনেদ রহমান, বেলাল আহমদ, শাদ হক, ইমান হক, রেদওয়ান রহমান, ফারহান রহমান, এডাম রহমান, ছাফোয়ান রহমান, আদিয়ান রহমান, আনিন রহমান, উসমানুর রহমান প্রমুখ।
লন্ডন থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের সহ-সভাপতি আবুল হোসেন, উপদেষ্টা মুজিবুর রহমান মনা, উপদেষ্টা মিজানুর রহমান দুলন এবং বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি এবং বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়্রা ট্রাষ্ট ইউকে’র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মুজাহিদ প্রমুখ।

You might also like