নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন থানায় মামলা দায়ের আটক- ৫

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনার ঠাকুরাকোনায় যাওয়ার পথে কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের রাজানগর গ্রামের সামনে গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। ওই রাতেই কলমাকান্দা থানা পুলিশ বাল্কহেড নৌকার ৫ জনকে আটক করে।

এদিকে মধ্যনগর ইউনিয়নের ইনাতনগর গ্রামের আব্দুল ওহাব বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে দুই নৌকার মাঝিসহ ৬ জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা করেন।বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত ইনাতনগর গ্রামের আব্দুল ওহাবের শিশু সন্তান মনিরা আক্তার (৩) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে রতন মিয়া (৩০) নিখোঁজ রয়েছে।কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় জানান, সকাল থেকে আমি ঘটনা স্থলে উদ্ধার কাজে রয়েছি।কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলবে।নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

You might also like