ন্যাপের বিবৃতি: তড়িঘড়ি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে দেশবাসী বিস্মিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ তড়িঘড়ি ভোজ্য তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি এডভোকেট এনামুল হক ও সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।গরীব, সাধারণ মানুষ ও মধ্যবিত্ত মানুষের দিকে না তাকিয়ে দ্রব্যমূল্যের চাপের মধ্যে একলাফে সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে ১৯৮ টাকা অর্থাৎ লিটার প্রতি ৩৮ টাকা বৃদ্ধিতে দেশবাসী বিস্মিত।নিম্ন আয়ের মানুষের স্বার্থ আগে না গুটিকতক ব্যবসায়ীর স্বার্থ আগে সেই বিবেচনায় না গিয়ে তড়িঘড়ি করে ব্যবসায়ীদের সাথে একতরফা সভা করে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।গরীব ও সাধারণ মানুষের স্বার্থে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে ভোজ্য তেলের পূর্ব মূল্য লিটার প্রতি ১৬০ টাকা রাখার জোর দাবি জানাচ্ছি।আমদানি পর্যায়ে ভ্যাট ট্যাক্স সমন্বয় করে হলেও ভোজ ্যতেলের পূর্বমূল্য বহাল রাখতে হবে।

You might also like