পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসিবি চেয়ারম্যান
‘দ্য হান্ড্রেড’ পেছানোর পর পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেভস। শুক্রবারই এমন ঘোষণা দিয়েছেন তিনি। তার উত্তরসূরিও বেছে নেওয়া হয়েছে এর মধ্যে। ইয়ান হোয়াটমোর হবেন পরবর্তী চেয়ারম্যান। এই মাসের শেষ দিকে বার্ষিক সাধারণ সভায় সেটি চূড়ান্ত করা হবে।
এখন কলিন গ্রেভসের লক্ষ্য আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দিকে। জুনেই এই নির্বাচন হওয়ার কথা। ২০১৫ সালে দায়িত্ব পাওয়া ইসিবির চেয়ারম্যান গ্রেভস ‘দ্য হান্ড্রেড’ পরিকল্পনার মূল উদ্যোক্তা ছিলেন। তাই চেয়ারম্যান হিসেবে গ্রেভসের দায়িত্বে থাকার কথা ছিল নভেম্বর পর্যন্ত। গত বছরেই তার এই মেয়াদ বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল।
এখন টুর্নামেন্টই পিছিয়ে যাওয়ায় আগেভাগে সরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। গ্রেভস বলেছেন, ‘যেহেতু দ্য হান্ড্রেড এক বছর পিছিয়ে গেছে। তাই আমার গত বছরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটা আবার পুনর্বিবেচনা করেছি। বোর্ডকে তাই অনুরোধ করেছি, যতদ্রুত সম্ভব বিদায় যেন নিতে পারি। সেটা ৩১ আগস্টের মধ্যেই।’