পর্তুগালে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

শাহ মোহাম্মদ তানভীর
সত্যবাণী

পর্তুগাল : পর্তুগালের রাজধানী লিসবনে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর উদযাপন করা হয়েছে।বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সোমবার (২৮) মার্চ বিকেলে দেশটির রাজধানী লিসবনের অদূরে কাশকাইস শহরের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত ৪০ জনেরও বেশি দেশের রাষ্ট্রদূতসহ পর্তুগিজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বরত ব্যক্তি এবং বাংলাদেশ কমিউনিটির আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সঙ্গে বাংলাদেশী সংগীত শিল্পী সাদিয়ার মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি দিয়ে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় । অনুষ্ঠানে অংশ নিতে পরে পর্তুগালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জাও বেনতাং উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি গনমাধ্যমকে বলেন, বাংলাদেশ আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুপ্রতীম রাষ্ট্র। সবসময় বাংলাদেশের সঙ্গে আছি এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

You might also like