পর্তুগালে সড়ক দুঘটনায় কোমায় সিলেটের মিজান

শাহ মো তানভীর
সত্যবাণী

পর্তুগাল: পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সংকটময় অবস্থায় ১৭ দিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সিলেটের মিজানুর রহমান (২৭)।মিজানুর রহমানের দেশের বাড়ি সিলেটের দক্ষিনসুরমার মোঘলাবাজার থানায় ।গত মাসের ১৯ জুন শনিবার দুপুর ১টায় পর্তুগালের রাজধানী লিসবনের আলকান্ত্রা নামক স্থানে ইলেকট্রিক বাইসাইকেল চলন্ত অবস্থায় ব্রেকের তার ছিড়ে নিয়ন্ত্রন হারালে, দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মারাত্বক দূর্ঘটনার স্বীকার হন। বর্তমানে তিনি পর্তুগালের রাজধানী লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে কোমায় নিবির চিকিৎসাধীন রয়েছেন।গতকাল ৩ জুলাই শনিবার পর্তুগালের সান্তামারিয়া হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডাক্তার রিক বেন্ত জানান দূঘটনার কবলে পড়া মিজানুর রহমানের এক হাত, এক পা ভেঙ্গে গেছে তাছাড়া তিনি মাথায় ও গুরুতর আঘাত পেয়েছেন । বর্তমানে তিনি এখন নিবির পরিচর্যায় অজ্ঞান অবস্থায় কোমায় রয়েছেন।

এ ব্যাপারে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সভাপতি রানা তসলিম উদ্দিন বলেন পর্তুগালে বাংলাদেশি প্রবাসি ভাইয়েরা যারা রাইড শেয়ারিং (উবার) এর কাজ করেন, বিশেষ করে ইলেক্ট্রনিক বাইসাইকেল দিয়ে, আমরা সবসময় তাদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকি, তাদেরকে এটুকু বলতে চাই সাইকেল চালানোর সময় ট্রাফিক সিগন্যাল মেনে সতর্কতার সহিত চালাবেন। সর্বোপরি মিজানের জন্যে সকল বাংলাদেশির নিকট দোয়ার আবেদন জানান তিনি ।লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, গণমাধ্যমকর্মীদের কাছ থেকে মিজানের ব্যাপারে (ঘটনাটি) জানতে পেরেছি, আমরা আসলেই দুঃখ প্রকাশ করছি এবং এ ব্যাপারে দূতাবাস খুব দ্রুত মিজানের খোজ খবর নিবেন বলে গণমাধ্যমকর্মীদের আশ্বাস দেন।এদিকে মিজানের ভাই যুক্তরাজ্য প্রবাসী মিসকাতুর রহমান জানান কভিড ১৯ এর কারনে পর্তুগালে নতুন করে লকডাউন দেয়া হয়েছে, তাছাড়া হাসপাতালে ও কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা, ফলে চাইলেও আমি পর্তুগালে আসতে পারবো না।তিনি দেশে এবং প্রবাসে তার ভাইয়ের জন্যে সকল বাংলাদেশির নিকট দোয়ার আহ্বান জানান ।

You might also like