পর্তুগাল থেকে নিভৃতে দেশে ফিরছে মিজানুর রহমানের বাক্সবন্দি লাশ

শাহ মো :তানভীর
সত্যবাণী

পর্তুগাল থেকেঃ পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমানের (২৭) বাক্সবন্দি লাশ দেশে ফিরছে শনিবার। ১৭ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিজানের মরদেহ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা হযরত শাহ্ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন পর্তুগালে বসবাসরত মিজানের নিকট আত্নীয় আনোয়ারুল আম্বিয়া ।উল্লেখ্য গত ১৯ জুন স্থানীয় সময় শনিবার দুপুর ১টার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের আলকান্তায় ইলেকট্রিক বাইসাইকেলের ব্রেকের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খান মিজানুর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।১৭ দিন কোমায় থাকার পর ৫ জুলাই তিনি দেশটির রাজধানী লিসবনের স্থানীয় সময় সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ¬¬মিজানুর রহমানের বাড়ি সিলেটের মোগলাবাজার থানায়।মিজানের লাশ দেশে পাঠানোর জন্য সহযোগীতা করার জন্য পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও  বাংলাদেশ দুতাবাসের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেছেন মিজানের পরিবার ।

You might also like