পল্লবী থানার ওসি’র বিরুদ্ধে এক নারীর আইজিপি বরাবর ডাকাতির অভিযোগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে
আইজিপি বরাবর অভিযোগ করেছেন লাকি বেগম নামে ৩ সন্তানের জননী এক নারী।গত
৪ নভেম্বর পল্লবী থানার ওসি পারভেজ ইসলামকে সন্ত্রাসী ও ডাকাত অভিহিত করে এই অভিযোগ করেন লাকি বেগম।তিনি তার অভিযোগে উল্লেখ করেন, গত ৩১ অক্টোবর অনুমান রাত সাড়ে ১১টার সময় পল্লবী থানাধীন কনসাল ক্যাম্পে পুলিশের হাত থেকে পারভেজ নামে এক মাদক ব্যবসায়ী হাতকড়া লাগানো অবস্থায় পালিয়ে যায়।

লাকি উল্লেখ করেন, পুলিশ তার ব্যর্থতা আড়াল করতে পল্লবী থানার সন্ত্রাসী ডাকাত ওসি এর নেতৃত্বে রাতে চালায় ঢালাও ভাবে ধর পাকড়, লটতরাজ ও মিথ্যা মামলা অভিযান।সাজিয়ে গুছিয়ে নির্দোষ ও নিরপরাধ ৪জনকে দেওয়া হয় মিথ্যা মামলা। তারা নিজেরাও জানে না তারা কি মামলার আসামী। ব্যবসায়ীক ও হয়রাণীর স্বার্থে করা হয় ৫০-৬০ জনকে আসামী।অভিযোগে আরো বলেন, ঘটনা কন্সাল ক্যাম্পের পারভেজকে নিয়ে হলেও, পুলিশ অভিযান চালায় বেনারসী ব্যবসায়ী পারভেজের বাসায়। পারভেজের অনুপস্থিতিতে ওসি পারভেজের বাসার তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল লুটপাট চালায়।

ভেঙ্গে ফেলা হয় মটরসাইকেল, সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ যন্ত্র পুলিশনিয়ে যায়।সাথে নিয়ে যায় নগদ ৮০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ,৬লাখ টাকার বেনারসী শাড়ি।অভিযোগে লাকী পল্লবী থানাকে হিরোইনের কারখানা হিসেবে উল্লেখ করেন।তিনি অভিযোগে এই ওসি’র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান।শুধু লাকী বেগমই নয়, পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে জমি দখল,কর্ণফুলী মাল্টিপারপাস সোসাইটির মাধ্যমে মানুষের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ আইজিপিসহ বিভিন্ন দপ্তরে জমা পড়েছে। যদিও, এখন পর্যন্ত ওসি’র বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় নি।এই সকল অভিযোগের বিষয়ে পল্লবী থানার ওসি’র সরকারী মোবাইলে কল করলেও তিনি কল রিসিভ করেন নি।

You might also like